ব্যথা উপশমে কানের লতিতে চাপ!
কোনো রকম ওষুধ না খেয়ে মানসিক চাপ, মাথার যন্ত্রণাসহ শরীরের যে কোনো রকমের ব্যথা দূর করার ফর্মুলা আবিষ্কার করেছেন এক গবেষক। বিশেষজ্ঞ রিচার্ড র্যানডিগ নামে এ গবেষকের মতে, কানের লতিতে চাপলেই সেরে যাবে এসব সমস্যা, যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
তিনি বলেন, দিনে অন্তত এক মিনিট নিজের কানের লতি চেপে ধরতে হবে। বুড়ো আঙুল ও তর্জনীর সাহায্যে চাপ দেয়া যায়। অথবা জামা-কাপড়ের ক্লিপ কানের লতিতে কিছুক্ষণ চেপে ধরতে হবে। এ ছাড়া মাঝেমধ্যে কানের লতি ৫ সেকেন্ড হাত দিয়ে টেনে ধরে রাখতে হবে।
তবে অবশ্যই তা আস্তে। ৩-৪ বার ধীরে ধীরে এ ম্যাসাজ করলে শরীরের ব্যথা কমতে থাকবে। রিচার্ড র্যানডিগের মতে, কানের লতিতে রয়েছে একাধিক সূক্ষ্ম প্রেসার পয়েন্ট। মস্তিষ্কের কাছাকাছি অবস্থানের কারণেই কানের লতিতে অসংখ্য স্নায়ু রয়েছে, যা দেহের নানা অংশের সংবেদনের সঙ্গে যুক্ত।
Post a Comment