লাভ হরমোনে মানসিক চিকিৎসা : গবেষণা
মানবদেহে ‘অক্সিটোসিন’ নামে এক প্রকার হরমোন রয়েছে। এই হরমোনটি মানুষের মনে ভালোবাসার উদ্রেক করে বলে এটিকে ‘লাভ হরমোন’ বলা হয়। সম্প্রতি এক গবেষণায় এই অক্সিটোসিনের নতুন ভার্সন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
অক্সিটোসিন মস্তিষ্কের অনুভূতির সঙ্গে বন্ধন হিসেবে কাজ করে। এর ফলে নারীর মাতৃতান্ত্রিক চেতনা বৃদ্ধি পায়। এছাড়া সামাজিক সামঞ্জস্য বিধান, চাপের মধ্যে কাজ করা ও উত্তেজনার ক্ষেত্রে এই হরমোন কাজে লাগে।
ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের গবেষক ডা. মার্কাস মুটেনথালার বলছেন, আমরা অক্সিটোসিনের মধ্যে নতুন একটি প্রভাবশালী বৈশিষ্ট্য পেয়েছি, যা বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব কমিয়ে দেয়।
গবেষকরা বলছেন, অক্সিটোসিনের নতুন ভার্সন ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা হয়েছে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য উন্নয়নে এটি বিশেষ ভূমিকা রাখবে।
Post a Comment