Header Ads

এসপিরিন কখন সেবন করবেন

বিশ্বের লক্ষ লক্ষ মানুষ হৃদরোগ প্রতিরোধের জন্য এসপিরিন সেবন করে থাকেন। আর এসপিরিন সেবনের ক্ষেত্রে সকালকেই বেছে নেন বেশিরভাগ সেবনকারী। কিন্তু এক গবেষণায় বিশেষজ্ঞগণ বলছেন, ঘুমানোর আগে বা বেড টাইমে এসপিরিন সেবনই বেশি উপকারী। বিশেষজ্ঞদের মতে সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্য সময়ের চেয়ে তিনগুণ বেশি। আর নিয়মিত স্বল্প মাত্রার এসপিরিন সেবনের ফলে রক্ত কিছুটা পাতলা হয় এবং রক্তের অণুচক্রিকা বা প্লাটিলেট জমাট বাঁধতে দেয় না।

 
নেদারল্যান্ডের লেইডেন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের এক গবেষণায় পুনরায় হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধের জন্য ২৯০ জন হৃদরোগীকে প্রতিদিন ১০০ মিলিগ্রাম এসপিরিন সেবন করতে দেওয়া হয়। এসব রোগীদের প্রথম তিন মাস সকালে এবং পরবর্তী তিন মাস বেড টাইমে এসপিরিন সেবন করতে দেওয়া হয়।
 
এতে বিশেষজ্ঞগণ দেখতে পান যারা রাতে এসপিরিন সেবন করেছেন তাদের রক্তে সকালে প্লাটিলেটের সঞ্চালন অনেক হ্রাস পায়। যা হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে সহায়ক। ডালাসে অনুষ্ঠিত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।

No comments