JHOOM BY MINAR RAHMAN - LYRICS
JHOOM BY MINAR FULL MP3 SONG LYRICS IN BANGLA:
JHOOM LYRICS By MINAR RAHMNA: Presenting '' JHOOM '' Bengali Song Lyrics In Bangla.The song is sung by Minar Rahman, music composed by Sajid Sarkar and this new Bangla song lyrics written by Minar Rahman own-self.
SONG CREDITS [ JHOOM ] :
Singer: Minar Rahman
JHOOM LYRICS By MINAR RAHMNA: Presenting '' JHOOM '' Bengali Song Lyrics In Bangla.The song is sung by Minar Rahman, music composed by Sajid Sarkar and this new Bangla song lyrics written by Minar Rahman own-self.
SONG CREDITS [ JHOOM ] :
Singer: Minar Rahman
Music: Sajid Sarkar
Lyrics: Minar Rahman
Starring: Ashfaq Rana
Music Label: Gaanchill Music
JHOOM BANGLA SONG BY MINAR RAHMAN LYRICS :
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ঝুম ... রে রে রা রা রি রে রে
ঝুম ... রে রে রা রা রি রে রে - [ ৩ বার ]
তুমি আমায় দেখেছিলে এক মেঘে ঢাকা দিনে ,
কেন আমি দেইনি সারা ।
আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা ।
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারি শহরে
হারিয়ে চোখের যত ঘুম ।
ঝুম... উরে উরে দূরে দূরে ,
ঝুম... মেঘে মেঘে ডানা মেলে
ঝুম... ঘুরে ঘুরে তাকে ডাকি ।
ঝুম... উরে উরে খুরে খুরে
ঝুম... মেঘে মেঘে ডানা মেলে
ঝুম... ঘুরে ঘুরে তারে খুঁজি ।
আলো আধারির এ মায়ায় ,
এই অবেলায় , মন যে হারায় ...।
চেনা অচেনা কত পথ ,
হঠাৎ কেন থমকে দারায় ... ।
ঝুম... উরে উরে দূরে দূরে ,
ঝুম... মেঘে মেঘে ডানা মেলে
ঝুম... ঘুরে ঘুরে তাকে ডাকি ।
ঝুম... উরে উরে খুরে খুরে
ঝুম... মেঘে মেঘে ডানা মেলে
ঝুম... ঘুরে ঘুরে তারে খুঁজি ।
তোমার আমার ফেলে আশা যত রঙিন মলিন স্মৃতি
লুকিয়ে অবুজ ঠিকানায়
অচিন মনের অচিন কোন কোনে বন্ধী আজও ।
আমি ... ভুল সে পথে সীমানায়
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারি শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম উরে উরে দূরে দূরে
ঝুম মেঘে মেঘে ডানা মেলে
ঝুম ঘুরে ঘুরে তাকে ডাকি
ঝুম উরে উরে খুরে খুরে
ঝুম মেঘে মেঘে ডানা মেলে
ঝুম দূরে দূরে তারে খুঁজি ।
Post a Comment